About us
আমাদের সম্পর্কে
গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা ষোলআনা.কম.বিডি অনলাইন শপিং মাধ্যম। গ্রাহকদেরকে ঘরে বসে সহজে প্রয়োজনীয় পণ্য কেনার সহযোগিতা দেয়ার লক্ষ্যকে সামনে রেখে আমাদের পথচলা। আমরা আমাদের গ্রাহকদেরকে দেশী-বিদেশী স্বনামধন্য ব্র্যান্ডের যুগপোযোগী পণ্য সরবরাহ করি যাতে গ্রাহকরা নির্ভরযোগ্য শপিং এর অভিজ্ঞতা পেতে পারেন।
ভিশন
আমরা স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের যাত্রা শুরু, যার মাধ্যমে দেশবাসী ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করতে পারে। আমরা দেশের একটি ই-কমার্স সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে মানসম্মত পণ্য দ্রুত গ্রাহকদের কাছে সরবরাহ করা, প্রয়োজনীয় গ্রাহক সেবা নিশিত করা ও যেকোন সমস্যা দ্রুত সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।
মিশন
ষোলআনা.কম.বিডি একটি অনলাইনের মাধ্যমে পণ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। উন্নত পণ্য ও সেবা দিতে আমাদের অভিজ্ঞতা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে মানসম্পন্ন, সময়োপযোগী এবং সঠিক পণ্য সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
কার্যক্রম
আমরা প্রতিনিয়ত নতুন পণ্য ও তথ্য দিয়ে সাইটটি আপডেট করে থাকি, ও গ্রাহকদের সামনে তুলে ধরার আগে পণ্যের মান নিশ্চিত করি। সেবার মান নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এ লক্ষ্যে আমাদের সকল পণ্য অরিজিনাল ব্র্যান্ড ও উৎপাদনকারিদের কাছ থেকে আমদানিকৃত। অর্ডারকৃত পণ্য যত্নসহকারে গ্রাহকের কাছে পৌঁছে থাকি, দূর্ঘটনাবশত পণ্যটি আপনার চাহিদা পূরণে ব্যর্থ হলে সমস্যা সমাধান করে বা মূল্য রিফান্ড দিয়ে থাকি। অর্ডার করার আগে ও পরে পণ্য সম্পর্কে সকল বিবরণ আপনার কাছে তুলে ধরতে আমাদের থাকছে দক্ষ কাস্টমার সার্ভিস সেবা। আপনার অর্ডারকৃত পণ্য আপনার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা আপনাকে তার আপডেট ও স্টেটাস সম্পর্কে জানিয়ে থাকি।
ব্যবস্থাপনা পরিচালকের বার্তা
সবাই তথ্য বিনিময় করতে ইন্টারনেট ব্যবহার করে। আমাদের ওয়েবসাইট আপনাকে প্রচলিত অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা দিবে আশা রাখি। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য বিশেষ করে ফ্যাশন এবং অতীব জরুরী সার্জিক্যাল পণ্য সহজে ও সাশ্রয়ী মূলে আমাদের সাইট থেকে ক্রয় করতে পারবেন। ঝামেলা ছাড়াই অনায়াসে এবং সুরক্ষিতভাবে পণ্য আপনার দোরগোড়ায় পৌছে যাবে এই আশা রাখি। এছাড়াও, আমাদের ইমেল নিশ্চিতকরণ এবং অনলাইন ট্র্যাকিং সিস্টেম আপনার পণ্যের অর্ডার নিশ্চিত ও ডেলিভারী করেছে কিনা তা না জানার চিন্তাকে দূর করবে। সবার সার্বিক সুস্থতাই আমাদের একান্ত কাম্য।
ধন্যবাদান্তে-
মোঃ মোহাইমিনুল হক (রাসেল)
ব্যবস্থাপনা পরিচালক – ষোলআনা.কম.বিডি